৳ ৬০০ ৳ ৫১০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
প্রবন্ধ হবে তত্ত¡ ও তথ্য নির্ভর। প্রবন্ধকার তাঁর রচনার মাধ্যমে কোনো তত্ত¡ বা তথ্য উপস্থাপন করবেন পাঠক সমীপে। অথবা তাঁর নিজস্ব কোনো তত্ত¡ বা বক্তব্যের বাহন হিসেবে ব্যবহৃত হবে প্রবন্ধ। প্রবন্ধ লেখক ভুল বা অসত্য তথ্যনির্ভর হবেন না। চিন্তা ও মননশীলতা প্রবন্ধের অতি প্রয়োজনীয় উপাদান। প্রবন্ধ মানেই চিন্তামূলক রচনা। চিন্তা ও মনন বহিভর্‚ত হালকা ও চটুল রচনা উৎকৃষ্ট প্রবন্ধ হতে পারে না, হয়ে ওঠে অন্য কিছু, হতে পারে রসরচনা। রসরচনাকে অনেকে প্রবন্ধের অন্তর্ভুক্ত করতে চান, আসলে রসরচনা রসরচনাই, প্রবন্ধ নয়।চিন্তাশ্রয়ী ও মননশীল যুক্তিনিষ্ঠ রচনাই প্রবন্ধ। লেখক তার মনন ও চিন্তাপ্রসূত যে বক্তব্য তাঁর প্রবন্ধে উপস্থাপন করবেন, তাকে যুক্তি নির্ভর করে সুপ্রতিষ্ঠিত করতে হবে। যুক্তিহীন আবেগময় লেখা প্রবন্ধ পর্যায়ভুক্ত হতে পারে না। প্রবন্ধকার তাঁর তত্ত¡পূর্ণ যুক্তিহীন মননশীল রচনাকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে তাঁর বক্তব্য বিষয় সুসংহত, সুবিন্যস্ত এবং সংক্ষিপ্ত হয়। এজন্য প্রবন্ধের ভাষা হবে গদ্য এবং তার গাঁথুনি হবে সুদৃঢ়। প্রবন্ধে যুক্তির খাতিরে নানা উপমা, উদাহরণ, প্রাসঙ্গিক গল্প-কাহিনি ইত্যাদি থাকতে পারে, তবে এসবকে অবশ্যই সুসংহত হতে হবে। প্রবন্ধের ভাষা হবে সহজবোধ্য ও হৃদয়গ্রাহী।অতিকথন বা বাহুল্য যাতে প্রবন্ধকে নাজুক বা নড়বড়ে করে তুলতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। মনে রাখা প্রয়োজন, প্রবন্ধকার তাঁর প্রবন্ধে কোনো একটি বিশেষ দিক বা বিষয়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করবেন। যা পাঠে পাঠকের জ্ঞানবুদ্ধি ও যুক্তিপ্রবণতা তীক্ষè হবে; বিষয়ের প্রতি তাঁর আগ্রহ জাগরুক হবে, সর্বোপরি প্রবন্ধের ভাষা ও রচনাশৈলীর শিল্পসম্মত সৌন্দর্য আস্বাদনে পাঠক হৃদয় আকৃষ্ট হবে। এক কথায় প্রবন্ধ পাঠকের জ্ঞানের সীমা বাড়িয়ে তার ভাবলোককে সমৃদ্ধ করবে।
Title | : | নজরুল প্রবন্ধসমগ্র |
Author | : | কাজী নজরুল ইসলাম |
Publisher | : | হাওলাদার প্রকাশনী |
ISBN | : | 9789849610298 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 448 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি।তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। কাজী নজরুল ইসলাম এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘রিক্তের বেদন’, ‘দোলনচাঁপা’, ‘বিষের বাঁশি’, ‘সাম্যবাদী’, ‘সর্বহারা’, ‘প্রলয়শিখা’ ইত্যাদি। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ‘সাপ্তাহিক লাঙল’, দ্বিসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’র সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us